× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রিলসের সময় বাড়িয়েছে ইনস্টাগ্রাম

তথ্য প্রযুক্তি ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯ পিএম

শুধু রিলসের সময়সীমাই নয়, ইনস্টাগ্রাম প্রোফাইলেও আনা হয়েছে নতুনত্ব। নতুন নকশার প্রোফাইলে চিরচেনা বর্গাকার গ্রিডের জায়গায় জায়গা করে নিয়েছে আয়তাকার বিন্যাস। মোসেরি জানান, বেশির ভাগ ব্যবহারকারীই উল্লম্ব (ভার্টিক্যাল) ফরম্যাটে কনটেন্ট আপলোড করেন। কিন্তু বর্গাকার গ্রিডে কনটেন্টের বড় অংশ কেটে যায়। নতুন আয়তাকার গ্রিড কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরও উন্নত করবে। 


রিলসের দৈর্ঘ বা সময় বাড়িয়েছে ইনস্টাগ্রাম। টিকটক ব্যবহারকারীদের আকৃষ্ট করতেই নতুন এ সুবিধা চালু করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা চাইলে সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীরা ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন।


অ্যাডাম মোসেরি বলেন, ‘কনটেন্ট নির্মাতারা জানিয়েছেন, ৯০ সেকেন্ড যথেষ্ট নয়। আমরা আশা করছি, সময়সীমা বাড়ানোয় ফলে আরও গভীরভাবে গল্প বলার সুযোগ মিলবে।’

এর আগে ইউটিউবও তাদের শর্টস ভিডিওর সময়সীমা বাড়িয়ে সর্বোচ্চ তিন মিনিট করেছে। এবার ইনস্টাগ্রামও একই পদক্ষেপ নিল। 


তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.