অসহায় মানুষদের সহায়তায় জাপানে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) পরিচালিত রোবট। বয়স বেড়ে গেলে শক্তি কমে আসে। ধীরে ধীরে নিজের প্রয়োজনীয় কাজগুলো করার ক্ষমতা হারিয়ে অসহায় হয়ে পড়ে মানুষ। এমনকি নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজটুকুও করতে পারে না। তাই রোবটের মাধ্যমে কাজগুলো করানো হচ্ছে।
ডায়াপার পাল্টে দেওয়া থেকে শুরু করে অবস্থান পরিবর্তন করে শুইয়ে দেওয়ার কাজ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার বোবট করছে। মানব আকৃতির ওই রোবটের নাম দেওয়া হয়েছে এআইআরইসি (এআই ড্রিভেন রোবট অব এমব্রেস অ্যান্ড কেয়ার)। এআইআরইসির ওজন ১৫০ কেজি। ভবিষ্যতে জাপানে বয়স্ক মানুষের পরিচর্যা দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে জাপানে বয়ষ্ক মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু বয়স্ক মানুষের পরিচর্যাকারী কর্মীদের অনেক সংকট আছে সেখানে।এআইআরইসি নির্মাণের গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছেন ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিগেকি সুগানো। তিনি বলেছেন, ‘‘ চিকিৎসাকাজ, বয়স্কদের যত্ন নেওয়াসহ মানুষের দৈনন্দিন জীবনের নানা কাজে রোবটটি সহায়ক হবে।’’
জাপানের মানুষের গড় আয়ু বেশি। দেশটিতে জন্মহার কম। ফলে বয়ষ্ক মানুষের সংখ্যা বেশি। তাদের পরিচর্যা করার জন্য যে পরিমাণ লোকবল থাকা দরকার, তা দেশটিতে নেই। এদিকে বাইরে থেকে কর্মী আনার ব্যাপারেও দেশটির অভিবাসন নীতি বেশ কড়াকড়ি।
এই যখন পরিস্থিতি তখন এআইআরইসি রোবট আশার আলো দেখাচ্ছে। প্রযুক্তিগত সহায়তা সাদরে গ্রহণ করতে প্রস্তুত জাপান।