× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাসরি ইন্টারনেট স্পিড টেস্ট

ডেস্ক রিপোর্ট

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯ পিএম

ছবি: সংগৃহীত।

মাইক্রোসফট উইন্ডোজ ১১ এর সর্বশেষ বেটা প্রিভিউ বিল্ডে একাধিক নতুন ফিচার যুক্ত করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নেটওয়ার্ক ফ্লাইআউটে সরাসরি ইন্টারনেট স্পিড টেস্ট করার সুবিধা।

প্রযুক্তি সাইট ‘নিওউইন’ লিখেছে, ফিচারটি প্রথম এক এক্স ব্যবহারকারী নজরে আনেন। তিনি বলেন, নেটওয়ার্ক ফ্লাইআউটে ওয়াই-ফাই রিফ্রেশ বাটনের পাশে একটি নতুন ‘স্পিড টেস্ট’ বাটন যুক্ত হতে যাচ্ছে। এ ছাড়া নেটওয়ার্ক ইন্ডিকেটরে রাইট-ক্লিক করলে কনটেক্সট মেনুতেও স্পিড টেস্টের শর্টকাট দেখা যাবে। এটি নেটওয়ার্ক ট্রাবলশুটার ও সেটিং অপশনের পাশে থাকবে।

তবে সুবিধাটি উইন্ডোজের নিজস্ব কোনো ফিচার নয়। মূলত এটি ‘বিং’এর স্পিড টেস্টিং টুলে নিয়ে যায়। যদিও নিজস্ব টুল না হলেও ফিচারটি অনেকের কাছে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ, ঠিক প্রয়োজনীয় জায়গাতেই শর্টকাটটি রাখা হয়েছে। মাইক্রোসফট চূড়ান্ত সংস্করণ আনার আগে এর ধরন পরিবর্তন করতে পারে।

অন্যদিকে যারা ফিচারটি আনুষ্ঠানিকভাবে আসার জন্য অপেক্ষা করতে চান না তারা এখনই বিকল্পভাবে ইন্টারনেট স্পিড মাপতে পারেন। উইন্ডোজের ‘পাওয়ারটয়েজ’ অ্যাপের রান লঞ্চারে একটি বিশেষ মডিউল রয়েছে যার মাধ্যমে ব্রাউজার বা বিং খোলার ঝামেলা ছাড়াই সরাসরি স্পিড টেস্ট করা সম্ভব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.