× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরার উদ্বোধন

সুমন সরদার

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪০ এএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০২ এএম

গোপালগঞ্জে ট্রাফিক পুলিশের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের পুলিশ লাইন মোড়ে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপাল জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, বাংলাদেশ পুলিশ যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের সেবা নিশ্চিত কল্পে আধুনিকায়নের কাজ করে যাচ্ছে। আমরা কাজ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়ি। আবার জনগণ আমাদের কাছে অনেক সময় ট্রাফিক পুলিশ দ্বারা হয়রানির অভিযোগ করে। তাই ট্রাফিক পুলিশের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার। এই বডি ওর্ন ক্যামেরাতে দুর্ঘটনা, আইনশৃঙ্খলাসহ আশপাশের সব দৃশ্য ধারণ করবে। পুলিশের পাশাপাশি এর সুফল পাবে সাধারণ জনগণও।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর মো. উজ্জ্বল শেখ, মোল্লা সেকেন্দার, সার্জেন্ট কামরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। এ ক্যামেরা কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে পুলিশ হেড কোয়াটারস্ থেকে। ডিউটিরত অবস্থায় ট্রাফিক পুলিশের সকল কর্যক্রম মনিটরিং করবে উর্ধ্বতন কর্মকর্তারা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.