× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেরাদের পুরষ্কৃত করলেন পুলিশ সুপার মাহবুব হাসান

সুমন সরদার

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৩ এএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০২ এএম

জেলা পুলিশের সেরাদের পুরষ্কৃত করলেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। রোববার পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ভার্চুয়ালি সভায় এ পুরষ্কার বিতরণ করেন তিনি। সভায়  ২০২২ সালের জানুয়ারী  মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, আইন-শৃংখলা পরিস্থিতি, জননিরাপত্তা বিধান, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় ইন্সপেক্টর ক্যাটাগরিতে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো.ইলিয়াস তালুকদার, সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে তেরখাদা থানার এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান হাজরা, সার্জেন্ট ক্যাটাগরিতে ডুমুরিয়া থানার সার্জেন্ট মো. মেহেদী হাসান ইমাম এবং এএসআই(নিঃ) ক্যাটাগরিতে এএসআই (নিঃ) মোঃ লিপোনুর রহমান, বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করেন তিনি। এ সময় ন্যায় ও নিষ্ঠার সাথে জেলার সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহবান করেন তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.