× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল চীন

০৮ জানুয়ারি ২০২৩, ০৫:৩৫ এএম

চীনের উহান থেকে ২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের উপত্তি শুরু হয়েছিল। এরপরই পুরো বিশ্ব দাপট দেখেছে প্রাণঘাতী করোনার। 

সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের মার্চে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করে দেয় চীন। এর দুই বছর পরও আবারও সীমান্ত খুলে দিলো দেশটির সরকার।

এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে জানোনো হয়েছে, ভ্রমণকারীদের জন্য আর কোয়ারিন্টিনের প্রয়োজন হবে না। চীনে করোনার সংক্রমণ নতুন করে বাড়তে থাকার মধ্যেই এ সিদ্ধান্ত নিলো শি জিনপিং সরকার। 

তবে চীনে ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের নেগেটিভ ফলাফল দেখাতে হবে পর্যটকদের।

নতুন সিদ্ধান্তের ফলে হংকং, বেইজিং এবং জিয়ামেন শহরগুলোয় ফ্লাইটের দীর্ঘ সারি দেখা যাবে আগামী কয়েকদিন। দেশটির সরকার ধারণা করছে, চীনের মূল ভূখণ্ডে ৪ লাখ লোক ভ্রমণ করবে।

এ প্রসঙ্গে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি কয়েক বছর ধরে তার বাবা-মাকে দেখেননি। তাদের একজন কোলন ক্যানসারে ভুগছেন। তাদের সঙ্গে দেখা করতে পারবো, এ জন্য আমি খুবই খুশি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.