× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের প্রমোদতরী ক্রুজ শিপ এখন চিলমারী বন্দরে

কুড়িগ্রাম প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৩, ১৯:৪৭ পিএম

ভারতের কলকাতা থেকে নৌপথে ছেড়ে আসা পর্যটকবাহী প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও (cruise ship m.v charaidew) বিলাসবহুল প্রমোদতরীটি কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে পৌঁছেছে। প্রমোদতরীটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে। 

রবিবার (১৫ অক্টোবর) সকালে চিলমারী নৌবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রমোদতরীটির পর্যটকরা ঢাকা, নারায়ণগঞ্জ, মাওয়া, পাটুরিয়া, ধামরাইয়ের বিভিন্ন দর্শনীয়স্থান ঘুরে দেখেন।

জানা গেছে, ক্রজ শিপ এমভি চরাডিও চলতি মাসের ২ তারিখ যাত্রা শুরু করে। ভারতের কলকাতা থেকে রওনা হয়ে ভারতের নামখানা,হিমনগর,শেখবাড়িয়া হয়ে বাংলাদেশের মংলা,বরিশাল,বদ্দের বাজার, মাওয়া,পাটুরিয়া,কাউলিয়া আপস্ট্রিম,চন্দনা বৈশ্ব্য,চিলমারী হয়ে আবারও ভারতের ধুবড়ি, গোয়াল পাড়া,তারাবাড়ি, শৌলকুচি গিয়ে ২০ অক্টোবর ভ্রমণ যাত্রা শেষ হবে।।ভ্রমনবিলাস এই প্রমোদতরীটিতে ২৭ জন নাবিক ও ১১ পর্যটক রয়েছেন।পর্যটকদের মধ্যে ভারতীয় ৪ জন ও ইংল্যান্ডের ৭ জন পর্যটক রয়েছে বলে জানা গেছে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম বলেন, আইজিপির নির্দেশে চিলমারীতে আসা বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের পুলিশ এবং নৌ পুলিশ ২৪ ঘণ্টা নিরাপত্তা দেয়া হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি এবং নির্বাচনকালীন সময় বিবেচনা করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.