× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জে রামদাস বিল; পর্যটনের অপার সম্ভবনা

শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিলাঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ রামদাস বিলকে ঘিরে জেলার পর্যটনের অপার সম্ভবনা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষাকালে এ বিলের সৌন্দর্য উপভোগ করতে প্রায় প্রতিদিনই দূর দূরন্ত থেকে শত শত পর্যটক ভীড় জমাচ্ছে বিলটিতে।উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়নে বিস্তৃত অঞ্চল নিয়ে এ বিলের ব্যাপ্তি। প্রতিবছর বর্ষার শুরুতে বিলের মাঝ দিয়ে প্রবাহিত সীমান্ত নদী পূনর্ভবার দূকুল ছাপিয়ে বিলটি জলমগ্ন হয়ে পড়ে। পরিনত হয় মিনি সমুদ্র সৈকতে।

পর্যটকরা অনেকেই এর নাম দিয়েছে মিনি কক্সবাজার। উপজেলা সদর রহনপুর পৌর এলাকা থেকে সড়কপথে ৫ কিলোমিটার দূরুত্বে অবস্থিত। এ সময় পূনর্ভবা নদী দিয়ে গোমস্তাপুর উপজেলার সাথে নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার নৌপথে যোগাযোগ ছিল।বর্ষায় ওই নদী দুকূল ছাপিয়ে মিনি সমুদ্রে পরিনত হওয়ায় ভ্রমন পিপাসুরা নৌ ভ্রমনে বেড়িয়ে পড়ে। পুনস্থাপন হয় সেই পুরোনো নৌ যোগাযোগ। ওই দুই ইউনিয়নের প্রায় শতাধিক ছোট বড় বিলে গ্রীষ্মকালে ধানচাষ হয়ে থাকে। বর্ষা মৌসুমে তা অন্যরুপ ধারন করে। বিলে চাষাবাদ করা কৃষকদের সুবিধার্থে ওই বিলে কংক্রিটের সড়ক ও পূনর্ভবা নদীর উপর একটি সেতু নির্মিত হয়েছে। যা আলিনগর ও রহনপুর ইউনিয়নের সাথে ওই বিল দিয়ে রাধানগর ইউনিয়নের সড়ক যোগাযোগ স্থাপন করেছে। সীমান্ত নদী পূনর্ভবা নদী পুনঃ খনন করে গোমস্তাপুর উপজেলার সাথে নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার নৌ যোগাযোগ পুনস্থাপন করা হলে অনেক পথ ও সময় সাশ্রয় হবে বলে অনেকই মনে করেন।

বিলে যাওয়ার রাস্তার দুপাশে পর্যটকদের বসার ব্যবস্থা রয়েছে। এছাড়া  বনভোজনের জন্য কয়েকটি ছোটবড় পিকনিক স্পটে প্রায় প্রতিদিনই বনভোজন হয়ে থাকে। বিশেষ করে স্থানীয়দের রাতের বনভোজন সকলের দৃষ্টি কাড়ে।বিলাঞ্চলটি ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় রাতে ফ্লাডলাইটের আলোতে অন্যরকম রুপ ধারণ করে। তাছাড়া, পাশের চূড়ইল বিলে শীতকালে অতিথি পাখির আগমন ঘটে। রামদাস বিলকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.