× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলীর সুড়ঙ্গ রহস্যময় পর্যটন কেন্দ্র

ডেস্ক রিপোর্ট

১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

বান্দরবান বাংলাদেশের একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। বান্দরবান জেলার আলীকদমে অবস্থিত ‘আলীর সুড়ঙ্গ’ একটি প্রাকৃতিক ও রহস্যময় পর্যটন কেন্দ্র। আলীর সুড়ঙ্গ আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৩-৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণে ‘আলীর পাহাড়’-এ অবস্থিত। এটি মাতামুহুরী-তৈন খাল ঘেঁষে দুটি পাহাড়ের চূড়ায় প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং কয়েকটি সুড়ঙ্গের সমষ্টি, যার মধ্যে প্রধানত ৩টি বা ৪টি সুড়ঙ্গ রয়েছে।

গুহাগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং ঝিরি থেকে প্রায় দেড়শো ফুট ওপরে অবস্থিত। গুহার ভেতরের দিক ঘুটঘুটে অন্ধকার এবং এখানে বেশকিছু প্রজাতির বাদুড় দেখতে পাওয়া যায়। কিছু গুহা ১শ ফুটের মতো লম্বা হতে পারে এবং কিছু গুহা পাহাড়ের এক পাশ থেকে অন্য পাশে ভেদ করে চলে গেছে। টর্চলাইট বা মশাল ছাড়া গুহার ভেতরে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না। গুহার প্রবেশ মুখে ওঠার জন্য একটি লোহার সিঁড়ি স্থাপন করা হয়েছে। তবে ভেতরের কিছু অংশে পাথুরে পিচ্ছিল পথ যা দড়ি বা লতা ধরে উঠতে হয়। বর্ষাকালে ঝিরিপথে পানি বেড়ে যাওয়ায় প্রবেশ কঠিনও বটে।

‘আলীর সুড়ঙ্গ’ নামকরণের কোনো সঠিক প্রামাণ্য তথ্য পাওয়া না গেলেও এ নিয়ে বেশ কিছু জনশ্রুতি রয়েছে। একটি ধারণা হলো, আলীকদম নামটি ‘আলোক্যডং’ থেকে এসেছে, যার অর্থ পাহাড় ও নদীর মধ্যবর্তী স্থান। কিছু ঐতিহাসিক ধারণা করেন, নবম শতাব্দী থেকে আরাকানি শাসনে থাকা আলীকদম পঞ্চদশ ও ষোড়শ শতকে বাংলার সুলতান জালালউদ্দিনের করায়ত্ব হয়। পরে মুঘলরা ১৭৫৬ সালে এটি জয় করে।

ঐতিহাসিকদের মতে, আরাকানের ১৮ জন রাজা মুসলিম উপাধি গ্রহণ করেছিলেন, যার মধ্যে রাজা মাং খারির উপাধি ছিল ‘আলী খাঁন’ এবং রাজা থাজাথা-এর উপাধি ছিল ‘আলী শাহ্’। এই নামগুলোর প্রভাবে ‘আলীকদম’ বা ‘আলীর সুড়ঙ্গ’ নামের উৎপত্তি হতে পারে।

স্থানীয়দের মতে, যে পাথুরে পাহাড়ে এই গুহার অবস্থান, তার নামও ‘আলীর পাহাড়’। তাই আলীকদম, আলীর পাহাড় এবং আলীর গুহা একই সূত্রে গাঁথা বলেও ধারণা করা হয়।

আলীর সুড়ঙ্গ একটি জনপ্রিয় পর্যটন স্পট, বিভিন্ন মৌসুমে অনেক দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। পর্যটকদের সুবিধার জন্য আলীর সুড়ঙ্গে যাতায়াত করতে দৃষ্টিনন্দন রাস্তা এবং ব্রিজও নির্মাণ করেছে সরকার।

ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম বা কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনালে আসতে হবে। চকরিয়া থেকে বাসে বা ইজিবাইকে আলীকদম উপজেলা সদরে যাওয়া যায়। আলীকদম সদর থেকে টমটম বা ইজিবাইকে তৈন খালের ওপর দৃষ্টিনন্দন ব্রিজ পার হয়ে ঝিরি ও পাহাড়ি পথে হেঁটে আলীর সুড়ঙ্গে পৌঁছাতে হয়। বান্দরবান হয়ে ডিম পাহাড়ের ওপর দিয়ে দেশের সবচেয়ে উঁচু রাস্তা দিয়েও আলীকদম যাওয়া যায়, যা পানবাজার এলাকার কাছে মাতামুহুরী নদীর তীরে আলীর পাহাড়ে অবস্থিত। আলীর সুড়ঙ্গ ভ্রমণ রোমাঞ্চকর হতে পারে, তবে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন করা জরুরি। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.